সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
Sharing is caring!
সিলেট :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘সিলেটসহ গোটা দেশের সূর্যসন্তান ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সর্বাধিনায়ক বঙ্গবীর আতাউল গণি ওসমানীর ঋণ দেশবাসী কোনদিন শোধ করতে পারবেনা। বর্তমান তরুণ প্রজন্মের কাছে এম এ জি ওসমানীর সুমহান আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা তুলে ধরতে হবে। তারা এই মহান নেতার সম্পর্কে এখনও অনেক কিছুই জানেনা। সেটা তুলে ধরতে পারলে তরুণ প্রজন্মও দেশপ্রেমে উজ্জীবিত হবে। আর সেজন্যই আগামী সেপ্টেম্বর মাসে বঙ্গবীর ওসমানীর শততম জন্মবার্ষিকী বর্ণাঢ্য পরিসরে পালনের উদ্যোগ নেয়া হয়েছে। তার আগে আগামী মার্চ মাসে শততম জন্মদিন পালনের আয়োজনকে সফল ও সার্থক করার লক্ষ্যে সিলেটের সর্বস্তরের রাজনীতিক, সাংবাদিকসহ সকল পেশাজীবীদের নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে। সেই বৈঠক থেকে এই বীর মুক্তিযোদ্ধার জন্মদিন পালনের কর্মসূচি নির্ধারণ করা হবে।’
তিনি সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় শাখার আয়োজনে বঙ্গবীর ওসমানীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল বাসিত স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার রাতে নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মিসবাহ উদ্দিন সিরাজ মরহুম আব্দুল বাসিতকে স্মরণ করে বলেন- ‘আব্দুল বাসিত ছিলেন আওয়ামী লীগের এক নিবেদিতপ্রাণ নেতা। আওয়ামী লীগের ইতিহাসে আব্দুল বাসিতের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গণে লড়াই করে দেশমাতৃকাতে শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখেছিলেন। যার কারণে মুক্তিযুদ্ধের ইতিহাসেও তাঁর অবদান কম নয়।’
সিলেট জেলা আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদক ও সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এন আই এম মাছুম চৌধুরী পরিচালনায় সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধ-৭১ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সমিউল আলম, সাধারণ সম্পাদক ও সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কদ্দুছ সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ডা. নিজামুল ইসলাম, সদস্য হরিপদ চন্দ, জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন,অ্যাডভোকেট আব্দুল মালেক, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহুলুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, জেলা মহিলা কমিটির সভাপতি শামসুন নাহার মিনু জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বন্ধু গোপাল দাস, বিভাগীয় কমিটির সহ-সভাপতি মারিয়ান চৌধুরী, মহানগর কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট চৌধুরী মো. আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবীর এমএজি ওসমানী, মরহুম আব্দুল বাসিত স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
………………………..
Design and developed by best-bd