সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদীর তীর কেঁেট অবৈধ বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার ৮ সেইভ মেশিন ও বালু উক্তোলন কাজে ব্যবহ্নত নৌকা সহ সরজ্ঞামাদী অটক করেছে।
সদর মডেল থানার ওসি মো. সহিদুল্লাহ জানান, সদর উপজেলার চলতি নদীর তীর কেঁটে শ্যালো মেশিনে চালিত সেইভ মেশিন দ্বারা অবৈধভাবে বালু উক্তোলন কালে সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্য্যন্ত সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৮টি সেইভ মেশিন, ৮টি নৌকা ও বালু উক্তেলনের সরঞ্জামাদী আটক করেরেছ। তিনি বলেন এক দল বালু লুটকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি নদীর বালাকান্দা, মনিপুরঘাট, উড়াকান্দা এলাকা থেকে সেইভ মেশিন দিয়ে বালু উক্তোলন করায় নদীর তীরবর্তী বসতবাড়ি স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা দেখা দেয়ার পরও বালু লুট না থামায় এ অভিযান চালানো হয়।’
এ ব্যাপারে সদর মডেল থানায় সোমবার রাতে বালু লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd