সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষের উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ’
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়দল গ্রামের মাঠে মঙ্গলবার রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গ্রামের শামিম মিয়া ও একই গ্রামের এনায়েত মিয়ার মধ্যে কথাকাঁটি হলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ’ সংঘর্ষে খেলোয়ার সহ কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে রাতেই সামসুল আলম নামে একজনকে সুনামগঞ্জ সদর হাসাপাতালে এবং আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, ও শামিম ইসলামকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, উপজেলার বড়দল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে লোকমুখে জানতে পেরেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd