সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে স্বামীকে চায়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে রাতের শিশু সন্তান নিয়ে উধাও হয়েছেন এক গৃহবধু। ওই গ্রহবধুর নাম আমিনা বেগম (২৮)।’ তিনি উপজেলার তাজপুর গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী। এদিকে সন্তানের নিরাপক্তা ও স্ত্রীর সন্ধান চেয়ে থানায় বৃহস্পতিবার রাতে সাধারন ডায়েরি করেছেন গৃহবধুর স্বামী জিয়াউর।’
থানায় ডায়েরী সুত্রে জানা যায়, উপজেলার তাজপুর গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী আমিনা বেগম ২৯ জানুয়ারী রাতে চায়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে অজ্ঞান করে রাতের আঁধারে ৪ বছর বয়সী একমাত্র শিশু পুত্র সায়েমকে নিয়ে উধাও হয়ে যান।’
জানা গেছে, প্রায় ১০ বছর পুর্বে জিয়াউর রহমানের সাথে ঘটা করে বিয়ে হয় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজারের বড়াউট মোল্লাবাড়ির সমুজ আলীর মেয়ে আমিনার। ’ বিয়ের প্রায় ৬ বছর তাদের সংসার আলোকিত করে জন্ম নেয় শিশু সন্তান সায়েম।’
জিয়াউর রহমানের অভিযোগ, শিশু পুত্র সায়েম জন্মের পর আমিনা জিয়াউর রহমানের গ্রামের প্রতিবেশী ফয়সাল আহমদ নামের অপর এক ব্যাক্তির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।’ বিষয়টি জেনেও একমাত্র শিশু পুত্রের ভবিষ্যত ও স্ত্রী শোধরানোর চেষ্টা করেও সফল হননি জিয়াউর। জিয়াউরের ধারণা তাকে কৌশলে চায়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে প্রেমিক ফয়সালের প্ররোচনায় শিশু পুত্র সায়েমকে নিয়ে ফসসায়ের সাথেই পালিয়ে গেছে স্ত্রী আমিনা।’ ঘটনার পর থেকে ফয়সাল নিজেও গ্রাম থেকে উধাও হয়ে গেছেন। ’
ছাতক থানার এসআই অরুন কুমার দাস শুক্রবার বললেন, জিয়াউরের গ্রামে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে প্ররোচনার শিকার হয়ে আমিনা শিশু সন্তান নিয়ে ফয়সালের সাথেই পালিয়ে গেছেন, তাদের সন্ধানে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন থানা পুলিশের ওই কর্মকর্তা ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd