সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮
Sharing is caring!
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাত থেকে শুরু হওয়া এই মেলা শনিবার দিনব্যাপী চলবে।
এলাকাবাসী জানায়, শেরপুরে কুশিয়ারা নদীর তীরে প্রায় দুইশ বছর আগে থেকে এ মেলা হয়ে আসছে। মাছের এ মেলাটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মাছ ব্যবসায়ীরা এখানে আসেন। মাছ কিনতে আসা হাজারও মানুষের ভিড় হয় এই মেলায়। এখানে শুধু মাছ কিনতে সবাই আসেন না, অনেকে আসেন মাছ দেখতেও।
স্থানীয় মাছ ব্যবসায়ী সুমন মিয়া জানান, কুশিয়ারা, সুরমা, মনু নদী, হাকালুকি, টাঙ্গুয়ার, কাওয়াদিঘি, হাইল হাওরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ীরা রুই, কাতলা, বোয়াল, গজার, বাঘআইড় মাছসহ বড় বড় মাছ নিয়ে আসেন এই মেলায়।
মেলায় মাছ ছাড়াও ফার্নিচার, গৃহস্থালি সামগ্রী, খেলনা সামগ্রী, নানা জাতের দেশীয় খাবারের দোকানসহ গ্রামীণ ঐতিহ্যের দোকানও স্থান পেয়েছে। এছাড়া শিশুসহ সব শ্রেণির মানুষকে মাতিয়ে তোলার জন্য রয়েছে বায়োস্কোপ ও চড়কি খেলা।
এবার এই মেলা ইজারা নেয়া হয়েছে এক লাখ ২০ হাজার টাকায়।
………………………..
Design and developed by best-bd