সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা বাংলাদেশে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রচারটি সরাসরি দেখানো হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মেলায় ৪৬টি প্রতিষ্ঠান পৃথক পৃথক স্টল করে তাদের বিভাগীয় কার্যক্রম প্রদর্শন করে। মেলাটি আগামী শনিবার শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যালীতে অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ সালাম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী, স্কুল শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd