সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলায় এক মসজিদের ইমামের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ ডিসেম্বর) গভীর রাতে সদর ইউপির নিজ চাউরা উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখায় বসত ঘরের দুটি কক্ষ একটি কুতুব খানার কক্ষ ও পাক ঘর সম্পূর্ণ পুড়ে গিয়ে বসত ঘরের যাবতীয় মালামাল, গবাদি পশু হাঁস-মুরগী, বহু ধর্মীয় বই ছাই হয়ে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে অগ্নিকান্ডে ভষ্মিভূত ঘরের মালিক স্থানীয় নিজ চাউরা পশ্চিম জামে মসজিদের ইমাম মাও: আতাউর রহমান জানিয়েছেন।
মসজিদের ইমামের বসত ঘর পুড়িয়ে দেওয়ায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অগ্নি কান্ডের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের একটি টহল দল ঐদিন রাতে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
মসজিদের ইমাম মাও: আতাউর রহমান জানান, তার ১ ছেলে মসজিদের ইমাম, ১ ছেলে কওমি মাদ্রাসার শিক্ষক ও ২ ছেলে মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থী। বসত বাড়ীর সীমানা নিয়ে বিরোধের যের ধরে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হারুন রশিদ গংদের মধ্যে তার মামলা মোকদ্দমা চলে আসছে। হারুন ও তার ভাই আবু শহিদ তার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য পূর্বে ২বার বসত ঘরে আগুন লাগানোর চেষ্টাও করে।
তিনি বলেন, অগ্নিকান্ডের রাতে তার বাড়ীতে কোন পুরুষ লোক ছিল না। মাদরাসা পড়–য়া এক ছেলে ও মহিলারা ছিল। তিনি মসজিদে রাত্রি যাপন করেন। এই সুযোগে বাড়ীতে কোন পুরুষ লোক না থাকার তার বসত ঘরে পরিকল্পিত ভাবে হারুন ও আবু সহিদ গংরা আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে আবু সহিদ গংরা জানিয়েছেন, তারা মাও: আতাউর রহমানের ঘর পুড়ান নি। তার সাথে মামলা মোকদ্দমার জের ধরে ষড়যন্ত্র মূলক ভাবে তাদের উপর ঘর পুড়ানোর দোষ চাপানো হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd