সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭
Sharing is caring!
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানের বেগুনটিলা থেকে পুলিশ তেলিবিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কান্তি হৃধন (১৫) এর লাশ উদ্ধার করেছে। পুলিশ রোববার বিকেলে বেগুন টিলা শ্রমিক বস্তির নিজ বসত বাড়ির একটি গাছে ঝুলানো স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে সোমবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
কুলাউড়া থানার এস আই সনক কান্তি দাস জানান খবর পেয়ে পুলিশ শরীফপুর ইউনিয়নের বেগুন টিলা চা-শ্রমিক বস্তি নিবাসী চা-শ্রমিক ধনা হৃধনের মেয়ে কান্তি হৃধন এর নিজের বসত ঘরের সম্মুখের একটি চাতলাগাছে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদরের মর্গে প্রেরন করে। এব্যাপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারন উদঘাটন হয়নি বলে পুলিশ জানায়।
………………………..
Design and developed by best-bd