সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ভারতীয় নাসির বিড়ি সহ ১জন আটক করেছে বিজিবি। থানায় মামলা দায়ের।
বিজিবি সূত্রে জানাযায়- গত ৮ডিসেম্বর সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলা শহীদ আলতাফ রাসিক রোড(জাঙ্গাল হাটি) গ্রামের রাস্তা দিয়ে উপজেলা চিহ্নিত চেরাকারবারীরা দীর্ঘ দিন হতে পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত হতে মাদক ও মাদকজাত দ্রব্য সামগ্রী বাংলাদেশে প্রবেশ করে আসছে।
গতকাল গোপন সংবাদের ভিত্তিত্বে নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর(রাজবাড়ী) ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাকারী দলের সদস্য নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামের নজরুল ইসলাম নজাই’র ছেলে মোঃ মাসুক মিয়া(২৩) কে আটক করা হয়। এসময় তার নিকট হতে ৮৪হাজার টাকা মূল্যের ভারতীয় নাছির বিড়িসহ বিড়ি বহনকাজে ব্যবহৃত ৫লক্ষ মূল্যের অনটেষ্ট সিএনজি গাড়ী আটক করা হয়।
এবিষয়ে জানতে জৈন্তাপুর(রাজবাড়ী) ক্যাম্প কমান্ডারের সাথে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে বলেন- আমরা ৮৪হাজার টাকার ভারতীয় নাসির বিড়ি এবং ৫লক্ষ টাকা মূল্যের অনটেষ্ট সিএনজি সহ ১জনকে আটক করি। তার বিরুদ্ধে চোরাকারবার ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd