সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদেরকে মারধর করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকাল ৩টায় নগরীর সুরমা মার্কেট ও কোট পয়েন্টে এ ঘটনা ঘটে। সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা শাখা জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে স্ট্যান্ডের ম্যানেজার আব্দুর রহিম সহ আরও দুজন পরিবহণ শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৪ তলা ৫নং ওয়ার্ড এ চিকিৎসারত আছেন। জানা যায়, দীর্ঘদিন যাবত সালমান আহমদ, এমাদ আহমদ, মঈন আহমদ, রাজু আহমদ, দিপু মিয়া এ স্ট্যান্ডটি দখলের পায়তারা করে যাচ্ছে। তবে ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়।
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিদ্ধো সেলিম আহমদ ফলিক বলেন, বেশ কিছু দিন যাবত নামধারী শ্রমিক লীগ নেতা ইশারায় দখলবাজি ও হামলা চালানো হচ্ছে। সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অনেকগুলো স্ট্যান্ড বেআইনীভাবে দখল করে যাচ্ছেন। বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের স্থিতাবস্থায় থাকা সত্ত্বেও এ সংগঠনকে ধ্বংসের পায়তারা করে যাচ্ছে। তা অত্যন্ত দুঃখজনক। আগামী ২৮ নভেম্বর আমাদেরক এক প্রতিবাদ সভা রয়েছে। সে সভা থেকেই সাধারণ শ্রমিকদের সদস্য নিরসনের লক্ষ্যে কঠোর কর্মসূচীর ঘোষণা দেব।
কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। অভিযুক্তরা আমাদের নজরদারিতে আছে ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd