সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
Sharing is caring!
তারেক আজিজ, তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে টয়লেটের ভেতর থেকে মঙ্গলবার সন্ধায় পাওয়া গেল সৌদি প্রবাসীর ১২ বছরের শিশু কন্যার লাশ।’ নিহতের নাম, তান্জিনা আক্তার। সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের কাঁশতাল গ্রামের সৌদি প্রবাসী মুছা মিয়ার মেয়ে ও বাদাঘাট আইডিয়াল ভিশন একাডেমির চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।’ এদিকে ওই শিশু কন্যার নিহতের বিষয়ে প্রবাসীর স্ত্রী মরিয়ম বেগম কিংবা থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা সুনির্দ্রষ্টি ভাবে রাত সাড়ে ৯টা অবধি কোন কিছুই গণমাধ্যমে জানাতে পারেননি।’ ফলে ওই শিশু কন্যার মৃত্যুর বিষয়টি নিয়ে উপজেলার সচেতন মহলে নানা ধু¤্রজাল ও রহস্যের সৃষ্টি হয়েছে।’
জানা গেছে’ উপজেলার বাদাঘাট বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের পার্শ্বে প্রবাসী মুছা মিয়ার বাসায় স্ত্রী মরিয়ম , শিশু কন্যা তান্জিনা, বাসায় থাকা অপর ভাড়াটিয় মহিলা মঙ্গলবার বিকেলে এক সাথে মাছ কাঁটতে বসেন। ওই সময় বাসায় মুছা মিয়ার গ্রামের বাড়ি কাঁশতালের প্রতিবেশী সম্পর্কে চাচাত ভাই মৃত চাঁন মিয়ার ছেলে আবদুল মালেকও উপস্থিত ছিলেন।’ এক পর্যায়ে তান্জিনা মাছ কাঁটার স্থান থেকে চলে আসে ।’
এদিকে সন্ধায় মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করতে আবদুল মালেক টয়লেটে গেলে সেখানে ষ্টিলের হ্যাঙ্গারের সাথে গলায় ওরনা পেছানো তান্জিনাকে দেখে তার মা মরিয়মকে ডাকেন।’ সৌদি প্রবাসী মুছা মিয়ার প্রতিবেশী সম্পর্কে চাচাত ভাই আবদুল মালেক রাতে জানান, তানজিনাকে আমি দ্রুত হ্যাঙ্গার থেকে গলায় ওরনা পেছানো অবস্থায় নামিয়ে চিকিৎসার জন্য বাদাঘাট বাজারে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহত তান্জিনার মা মরিয়ম বেগম বলেন, আমি মালেক ভাইয়ের চিৎকার শুনে টয়লেটে গিয়ে দেখি আমার মেয়ে টয়লেটের ভেতর মেঝেতে পড়ে রয়েছে। এটি আত্বহত্যা না স্বাভাবিক মৃত্যুর ঘটনা এমন প্রশ্নের উওরে মরিয়ম বেগম বললেন , আত্বহত্যা করার মত কোন কারনই ছিলনা।’
তাহিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই নুরুল ইসলাম রাত সাড়ে ৯টায় বললেন, আপাতত সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ জেলা সদর মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি, বিষয়টি আত্বহত্যা না স্বাভাবিক মৃত্যুর ঘটনা এ বিষয়ে এখনই সুনিদ্রিষ্ট ভাবে কোন কিছু বলা যাচ্ছেনা।’
………………………..
Design and developed by best-bd