সিলেট ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৭
Sharing is caring!
হবিগঞ্জ শহরের কালিগাছতলা থেকে ইয়াবাসহ আটক বাউল শিল্পী মজনু শাহসহ তার ৩ শিস্যকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার তাদের জামিন শুনানী অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সদর থানার সিনিয়র এসআই মুফিজুল ইসলাম বাদি হয়ে মামলা করেন। এর আগে গত সোমবার গভীররাতে সদর থানার মফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কালিগাছ তলা এলাকার মজনু শাহর গানের আস্তানায় অভিযান চালিয়ে ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানের পুত্র মজনু শাহ (৪০), তার শিস্য আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের সোহাগ মিয়া (২০), বাহুবল উপজেলার ভাতকাটি গ্রামের ময়না মিয়ার পুত্র হান্নান মিয়া (২৫) ও সদর উপজেলার রিচি গ্রামের নিম্বর আলীর পুত্র সিরাজুল ইসলাম (২২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
………………………..
Design and developed by best-bd