সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ও মহানগর জাতীয় পার্টির আহবায়ক নজরুল ইসলাম বাবুলের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে।
সোমবার (১২জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩১ সেকেন্ডর ভিডিওটি পোস্ট করে সমালোচনা করছেন।কেউ কেউ আবার এনিয়ে ধিক্কার জানিয়েছেন।
৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ডাইনিং টেবিলের চেয়ার বসে নাস্তা করছেন নজরুল ইসলাম বাবুল। এসময় ক্যামেরার পেছন থেকে এক নারী মুন্নি নাম উচ্চারণ করে শারীরিক সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে বাবুল বলেন, আরে বাবা আমি কতকিছু করছি। ওই নারী ফের বাবুলকে প্রশ্ন করেন তুমি মুন্নিকে করছো? আমি কত কিছু করছি বলে ক্ষেপে যান বাবুল। তখন চেয়ার থেকে উঠে ওই নারীর ক্যামেরা ঝাপটে ধরেন এবং অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে ওই নারী খবরদার বলে বাবুলকে ধমক দেন এবং বাবুলও তার সেই কথার উত্তরে বলেন তুই ভিডিও করছ কিতা।লাথ মারিয়া পেট পাটাইলিমু….বলে গালাগালি করেন এবং ক্যামেরার পেছনে থাকা নারীর বার বার এক প্রশ্ন তুমি মুন্নিকে করছো??
এমন ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনীতি অঙ্গনের মানুষসহ বিভিন্ন শ্রেনীর লোকজন নজরুল ইসলাম বাবুলের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার তার আইডিতে স্ট্যাটাসে লেখেন-মুন্নি টা কে জনাব নজরুল ইসলাম বাবুল! তুমি মুন্নি কে কি করছো?
এব্যাপারে জানতে চাইলে নজরুল ইসলাম বাবুলের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।
কে সেই মুন্নী?
মুন্নী সিলেট নগরীর শিবগঞ্জ হাতিমবাগের জাকির হোসেনের মেয়ে। মুন্নী নিজেকে নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ফিজা এন্ড কো’র মালিক ও একটি দৈনিক পত্রিকার প্রকাশক মোঃ নজরুল ইসলাম বাবুলের পুত্র আজহারুল ইসশাম মোমিনের স্ত্রী বলে নিজেকে দাবি করতো। ২০২০ সালের ১৪ নভেম্বর শনিবার ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয় সেই মুন্নী। অপরাধ জগৎ থেকে ফিরতে পারেনি মুন্নী। এ কারণে এবার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ ধারণা করছে- মুন্নীর সঙ্গে সিলেটের ইয়াবা নেটওয়ার্কের সম্পর্ক রয়েছে। ইয়াবা বেচা-বিক্রিতে তার নেতৃত্বে থাকতে পারে চক্রও। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মুন্নী আটকের কথা। একাধিক বিয়ে, পরপুরুষকে নিয়ে রোমান্সসহ নানা ঘটনায় সিলেটে আলোচিত মুন্নী। এই মুন্নী হলেন সিলেটের আলোচিত সেই তিন্নী-মুন্নী জুটির মুন্নী। ফের আলোচনায় এসেছে সেই মুন্নী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd