সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর থেকে অপহরণের ৩০ দিন পর শহর ভানু, নামের এক মহিলা কে যশোর,র বেনাপুল সীমান্তের শিকার পুর বডার সংলগ্ন একটি বাড়ী থেকে পাচারকারী চক্রের সদস্য কামাল আহমদকে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বেনাপুল পোর্ট থানার এস আই,হাবিব,এস আই মনির সহ বেশ কয়েক জন পুলিশ সদ্স্য। তবে এই ব্যাপারে পাচারকারীর অবস্থান মোবাইল ট্র্যাকিংসহ যাবতীয় বিষয় দিক নির্দেশনামূলক ম্যাপ তৈরী করে দেন জৈন্তাপুর মডেল থানার ওসি খান মোহাম্মদ, মাইনুল জাকির।
অভিযানে সার্বিক সহযোগিতা করছেন। এশিয়ান টিভির বেনাপুল প্রতিনিধ,মো: কাজীম উদ্দিন।চ্যানেল এস,র বেনাপুল প্রতিনিধি,মো: ইসমাঈল,সাংবাদিক সালমান এফ রহমান,রুহুল আমিন। আগামী কাল মন্গলবার আমরা সিলেটের উদ্দে শে। রওয়ানা দিব। গত ৩ দিনের অভিযান আজ সফল হল সবাই দোয়া করবেন। যাতে নিজ জন্মভূমি সিলেটে পৌছাতে পারি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd