মাহির ‘স্বপ্নবাজী’

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

মাহির ‘স্বপ্নবাজী’

Manual5 Ad Code

স্বপ্নবাজীতে দেখা যাবে অভিনেত্রী মাহিয়া মাহিকে। গত বুধবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ফ্যাশনজগতের গল্প নিয়ে ছবির কাহিনি। এতে উঠে আসবে র‌্যাম্প মডেলিং এবং সিনেমার মানুষদের জীবনের গল্প। আগামী ১ সেপ্টেম্বর শুটিং শুরুর কথা।

ছবিতে মাহিকে দেখা যাবে একজন র‌্যাম্প মডেল হিসেবে। যিনি পরবর্তীকালে সিনেমার তারকা অভিনেত্রী হয়ে ওঠেন। চরিত্রটি নিয়ে মাহি বলেন, ‘একই অঙ্গনের মানুষ হলেও এই চরিত্রে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে। র‌্যাম্প মডেলিংয়ের ওপর অনুশীলনও শুরু করে দিয়েছি।’

Manual2 Ad Code

ছবির পরিচালক রায়হান রাফী জানান, র‌্যাম্প মডেলিং ও সিনেমাজগতের একেবারে ভেতরের গল্প নিয়ে ছবির কাহিনি। তিনজন তারকা অভিনেত্রী ও একজন তারকা অভিনেতা থাকছেন ছবির মূল চরিত্রে। মাহি ছাড়া অন্য শিল্পীদের ব্যাপারে কথাবার্তা হয়েছে। চুক্তি হওয়ার পর নাম বলা যাবে। স্বপ্নবাজী ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সাজাহান সৌরভ।

Manual1 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..