জকিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে কাজ না করে প্রকল্পের টাকা উত্তোলন!

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

জকিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে কাজ না করে প্রকল্পের টাকা উত্তোলন!

ক্রাইম ডেস্ক :: জকিগঞ্জ উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে পরিচালিত সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া কমিউনিটি ক্লিনিকে কোন ধরণের কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে- সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া কমিউনিটি ক্লিনিকে উন্নয়ন কাজ দেখিয়ে বরাদ্দকৃত টিআর প্রকল্পের ৪৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে প্রজেক্ট কমিটি দাখিল করে টাকা উত্তোলন করা হয়। অথচ এই টাকা উত্তোলনের বিষয়টি জানেন না কতৃপক্ষ।

কিন্তু এ বিষয়টি জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মেহদি, ঘেচুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও পরিচালনা কমিটির সেক্রেটারী কামরুন নেছা, কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ওয়ার্ড সদস্য মাহমুদুর রহমান ও সদস্য আতাউর রহমান আযাদসহ কেউই জানেন না বরাদ্দকৃত টাকা উত্তোলনের কথা।

এছাড়া সরেজমিন ঘেচুয়া কমিউনিটি ক্লিনিকে চলিত অর্থ বছরে কোন উন্নয়ন মুলক কার্যক্রমও চোখে পড়েনি। তবে উপজেলা প্রকল্প বাস্তবান কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সবুরের ভাতিজা মুকাম্মেল আহমদ একটি কমিটি দাখিল করে টাকাগুলো উত্তোলন করেছেন। মুকাম্মেল কমিউনিটি ক্লিনিকের কোন দায়িত্বশীল কি না প্রশ্ন করলে তারা জানেন না বলে জানান।

ঘেচুয়া কমিউনিটি ক্লিনিকের সদস্য আতাউর রহমান আযাদ জানান, আমাদের ক্লিনিকে কোন ধরণের উন্নয়ন হয়নি। টাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। এছাড়া মুকাম্মেল কমিউনিটি ক্লিনিকের কেউ না।

জকিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান, ঘেচুয়া কমিউনিটি ক্লিনিকের নামে বরাদ্দকৃত টিআর প্রকল্পের ৪৫ হাজার টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা দেওয়া হয়েছে। কাজ না হলে টাকা ফেরত আসবে তাতে সমস্যা কি? টাকা নিছে যখন কাজ করবে।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মেহদির সাথে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি ক্রাইম সিলেটকে বলেন,‘ ঘেচুয়া কমিউনিটি ক্লিনিকের নামে বরাদ্দকৃত টিআর প্রকল্পের টাকা উত্তোলন বা উন্নয়ন এমন কোন বিষয় জানা নেই। তবে তিনি খোজ নিয়ে দেখবেন’।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..