সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
জৈন্তাপুর সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
এসময় শামীম আহমদ (২৪) নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও বাবুল আহমদ (৫৭) নামের আরেক ব্যক্তির কাছ থেকে ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। এময় ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায়ী বাবুলকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়াও শামীম আহমদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ। শনিবার (২৬ জুন) সকালে দণ্ডপ্রাপ্ত শামীমকে কারাগারে প্রেরণ ও শামীম আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামীম ও বাবুলকে শুক্রবার (২৫ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত বাবুল আহমদ জৈন্তাপুর থানাধীন টেংরা গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে ও শামীম আহমদ জৈন্তাপুর থানাধীন সুতারসেন গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর। তিনি বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। এসময় পুলিশ শামীমের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও বাবুলের কাছ থেকে ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত বাবুলকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd