সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯
স্টাফ রিপোর্টার :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ওসমানী মেডিকেল শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ ইউনুছুর রহমান।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এর পরিচালনায় প্রধান অথিতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ ইউনুছুর রহমান বলেন, আজ মহান স্বাধীনতা দিবস। মার্চ মাস স্বাধীনতার মাস। এই মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান স্বাধীনতা দিবসে আমাদের শপথ হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া।
স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত শষ্য-শ্যামলা সোনার বাংলায় রুপান্তরিত করবো। মহান স্বাধীনতা দিবসে এটাই আমাদের অঙ্গীকার।
এসময় উপস্থিত ছিলেন ডা. আসাদুজ্জামান জুয়েল, সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর উপদেষ্টা পরিমল বর্ণিক, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাশ, ভ্রান্তী বালা দেবী প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd