সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক উৎসব ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নারী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য, জনপ্রিয়তা ও গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করার লক্ষ্যে সৃজনে উন্নয়নে উৎসবের আয়োজন করা হয়। দিনভর উৎসবের মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শেষে জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর পরিচালনায় উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি ‘প্রয়াস কমলগঞ্জ’ শিক্ষা সহায়ক তহবিল উদ্বোধন, ৩৮৩ জন কৃষকের মাঝে ‘কৃষি প্রণোাদনা’ হিসেবে ধান, সরিষা, ভুট্টা বীজ বিতরণ এবং ১ হাজার ১৩৪ জন সুবিধাভোগীর মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার বই এবং সমতলে বসবাসরত ৫০ জন ক্ষুদ্র নারী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd