ছাতক প্রতিনিধি :: ছাতকের গোবিন্দগঞ্জ নতুনবাজারে জোরপূর্বক ভুমি দখল ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের হাজী আরব আলীর পুত্র আনসার আলী। আবেদনের প্রেক্ষিতে গত ৮ আগষ্ট সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর স্বাক্ষরিত ১৯৮৫(৪) স্মারকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ নতুনবাজারে নিজ ভুমির পাশাপাশি সরকারী ভুমি দখল করে মার্কেট নির্মাণ করে ব্যবসা করে আসছেন গোবিন্দনগর গ্রামের দিলোয়ার হোসেন ও মকবুল হোসেন। মকবুল হোসেনের পিতা আবুল হোসেনের কাছ থেকে একই দাগের ১ শতক ভুমি ১৯৭৪ সনের ১৩০১৮ নং দলিলে ক্রয় করেন আনসার আলীর পিতা আরব আলী। এ ভুমিতে টিনসেডের দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন আনসার আলী। সমপ্রতি তার খরিদা ও দখলিয় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লোহার সিঁড়ি বসিয়ে চলাচলের প্রতিবন্ধকতাসহ দোকান ভিট দখলের পায়তারা করছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে একাধিক সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও প্রতিপক্ষের অমান্যতার কারনে বিষয়টি নিস্পত্তি হচ্ছে না।
Sharing is caring!