সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: ষোল কোটি মানূষের জন্য প্রতিদিন’মন্ত্রে দিক্ষীত জননন্দিত জাতীয় দৈনিক যায়যায়দিন বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে সাফল্যও স্বাতন্ত্র্য ধারন করে, একযুগ পেরিয়ে ১৩ তম বর্ষে পদার্পন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী গোয়াইনঘাট প্রেসক্লাব চত্তর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রধক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিন এর গোয়াইনঘাট প্রতিনিধি ইমরান হোসেন সুমনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন গোয়াইনঘাটের সমস্যা ও সম্ভাবনা প্রতিটি বিষয়ে দৈনিক যায়যায়দিনের অবদান অনস্বীকার্য। আমি জনপ্রিয় এ পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, বর্তমান যুগ্মসাধারণ সম্পাদক আলী হোসেন, গোয়াইনঘাট সীমান্ত আহ্বান পত্রিকার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সংবাদকর্মী মিনহাজ মির্জা, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জহির উদ্দিন, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফয়জুল ইসলাম, দেলওয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ, যুবলীগ নেতা হারুনুর রশিদ হেলাল, শ্রমীকলীগ নেতা রাসেল আহমদ, ছাত্রলীগ নেতা আইনুল হক, ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন, আলাল আহমদ প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd