সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের মত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নির্মূলে জিহাদ ঘোষণার পর সারা দেশের প্রশাসন নড়েচড়ে বসেছে এবং মাদক বিরোধী অভিযান শুরু করেছে যা ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
জনসাধারণের অনেকেই মনে করেন যেসব মাধক ব্যবসায়ীকে ধরা হয়েছে তাদেরকে ব্যাপক জীজ্ঞাসাবাদ করলে তাদের পিছনে কারা রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা যাবে।
জানা যায় মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার (নিতেশ্বর) এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ জাহাঙ্গীর মিয়া (৩২) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
শনিবার (২৬ মে) বিকেলে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর মিয়া মোকামবাজার (নিতেশ্বর) এলাকার মৃত সুরুজ মিয়া ছেলে।
স্থানীয়দের ভাষ্য মতে জাহাঙ্গীরের এই অবৈধ মাদক ব্যবসায় সরাসরি তার অনেক আত্মীয় জড়িত তাদের মাধ্যমে সে বিভিন্ন জাগায় ইয়াবা সরবরাহ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন শুধু তাই নয় তাকে ইয়াবার জুগান দেয় তার এক নিকট আত্মীয় যাকে আজ থেকে প্রায় দুই বছর আগে ঐ আত্মীয়ের এলাকাবাসী মাদক ব্যবসা বন্ধের জন্য বেধড়ক মারপিট করেছিল সে প্রায় তিনমাস চিকিৎসাধিন চিল, সুস্থ হওয়ার পর আবারো মাদক ব্যবসা শুরু করে যা আজো চলমান।
মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের এএসআই মোজাম্মেল হক জাহাঙ্গীর এর বিষয়টি নিশ্চিত করে জানান,সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে ৭০ পিছ ইয়াবাসহ জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়।
তিনি আরো জানান, সে র্দীঘ দিন যাবত জেলার বিভিন্ন জায়গায় ইয়াব বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd