বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের জন্য ১৬টি ফ্যান (বৈদ্যুতিক পাখা) দিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। মঙ্গলবার (২২ মে) বিকালে কারা কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে এই ফ্যান গুলি হস্তান্তর করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফিরুজ খান, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হাজী আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।
এ বিষয়ে আলহাজ্ব পংকি খান বলেন, কারাগারে কয়েদিদের জন্য আরও বৈদ্যুতিক পাখার প্রয়োজন রয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খান একজন উদার মনের মানুষ। তিনি কয়েদিদের জন্য নিজ তহবিল থেকে বৈদ্যুতিক পাখা দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন।
Sharing is caring!