বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামের পাকা রাস্তার পাশে মাটি ভরাটের ১লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিগত ২০১৩-২০১৪ অর্থবছরে শ্রীধরপুর গ্রামের আনোয়ার আলীকে সেক্রেটারী করে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রকল্প কমিটি গঠন করা হয়। বর্ষাকালের অজুহাতে কর্মসৃজন প্রকল্পের টাকা উত্তোলন করে শ্রীধরপুর গ্রামের জামাত নেতা ফখরুল খানের নিকট ১লক্ষ টাকা জমা রাখা হয়। প্রকল্পের সেক্রেটারী আনোয়ার আলীর মৃত্যুর পর তার নিকট ৫০হাজার টাকা রয়েছে বলে ফখরুল খান দাবী করেন। ২০১৭ সালের ৩ মার্চ গ্রাম্য এক সালিশ বৈঠকে ফখরুল ইসলামকে পূরো টাকা ফেরত দানের কথা বলা হয়। সংরক্ষিত মহিলা সদস্যা মিনা বেগম টাকা আত্তসাত করেছেন এমন অভিযোগে জাতীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর রামপাশা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মিনা বেগম গত ১৭এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দাখিল করেন। এতে জামাত নেতা ফখরুল কর্র্তৃক প্রকল্পের সমুদয় ১লক্ষ টাকা আত্তসাত করার কথা উল্লেখ করা হয়। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জামাত নেতা ফখরুল ইসলাম বলেন ৫০ হাজার টাকা গ্রামবাসি তার কাছে জমা দিয়েছেন।
কর্মসৃজন প্রকল্পের টাকা উত্তোলন করে আত্তসাতের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, বিষয়টি তদন্তাধীন আছে।
Sharing is caring!