সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮
ক্রাইম প্রতিবেদক : পিলখানায় বিডিয়ার বিদ্রোহ আজ প্রায় নয় বছর বিদ্রোহীকারী অনেক বিডিয়ার জোয়ান আজও রয়েগেছেন দ্বরাছোয়ার বাহিরে ।কারণ একটাই এসব জোয়ানদের ভর্তিকালীন ঠিকানা সঠিক ছিলনা অনেকেরই যে কারনে বিদ্রহী পলাতক এসব জোয়ানদের আইনের আওতায় আনতে পারে নাই আইন শৃংখলা বাহিনী।ঠিকানা গোজামিল এরকমই একটি ইর্স্পকাতর জায়গা কারগার ।
১৭ সালে শেষের দিকে আইজি প্রিজন মৌলভীবাজার কারাগার সফর কালে দুইজন কারারক্ষী বদলীর বর্ণণা শুনে যে যে সারকেলের যেসব কারারক্ষীগণ সিলেট বিভাগীয় জোনের বাহিরে তাদেরকে নিজ নিজ জোনে পাটিয়ে দেওয়ার একটি পঙ্গাপন জারি করেন আইজি প্রিজন এরপর থেকে বিভিন্ন জেলার কারারক্ষীদের বদলী করে দেওয়া হয় নিজ নিজ সারকেলে।
সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সহ এই চার জেলা কারাগারে ভুয়া ঠিকানাদারী অসংখ্য পুরুষ ও মহিলা চকুরী করছেন । যাদের ঠিকানা অবাও যাচাই বাচাই করা আবশ্যক কারণ ভূয়া ঠিকানার কারনে বড় ধরনের কোন দূর্ঘটনা গটিয়ে পিলখানার মতো আবারও কোন বড় দূর্ঘঠনা যদিও ঘঠে তবে এদের কে খোঁজে পাওয়া কঠিন। এরকমই সিলেট কেন্দ্রয় কারাগারে ভূয়া ঠিকানাদারী কয়েক জনের সাথে কথা হলে এদের মধ্যে একজন জহুরা বেগম নামের এক মহিলা রক্ষী বয়ান দিলেন আমার স্বামীর নাম গোলাম মস্তফা সিলেট মেট্রপলিটন পুলিশের বড়কর্তার অফিসের ইস্টেনো ও আমার স্বামী কারারক্ষী জহুরা আরও বলেন ঠিকানা ব্যবহার করেছি চাকুরী পাওয়ার স্বার্তে যার কারা নং ২: ১৪৮২ চাকরীর প্রায় ২৯ বছর এই কারাগারে আমার মতো অনেক ভূয়া ঠিকানাধারী রয়েছে তাদেরকে জিগাসা করেননা ভাই ।
আরও এক কারারক্ষী সাজিদুর রহমান ২-১৮৯৩ সুনামগঞ্জ শহরতলরি ষোলঘর আবাশিক এলাকার এখলাছুর রহমানের পূত্র সাজিদুর রহমান এই ঠিকানায় খোঁজ নিয়ে জানা-যায় এখলাছুর রহমানের কোন পূত্র সাজিদুর রহমান নামে নেই । এরকমই চার কারাগারে অসংখ্য ভূয়া ঠিকানাধারী রয়েছেন যাদের নামধাম অনুসন্ধান পূর্বক তথ্য প্রযুক্তি আইনে বিধি লিপিবদ্ধ করা এখনই প্রয়োজন।
সংবাদটি চলমান রয়েছে ———-
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd