সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: তাহিরপুরে এতিম কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক নাজুকে অবশেষে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার মধ্য রাতে ধর্ষক নাজু মিয়াকে তাহিরপুর সদর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার রাতে ধর্ষক নাজুকে পুলিশ গ্রেফতার করে ২দিন পর বৃহ্সপতিবার দুপুরে সুনামগঞ্জ দায়রা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
বুধবার সন্ধায় এতিম কিশোরীর মা বাদি হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪. ৪.১৮ইং।
বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলার তদন্ত কর্মকর্তা এ্স আই সাইফুর রহমান।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের নালের বন্ধ গ্রামের আলিনূরে বখাটে ছেলে ধর্ষক নাজু তার ব্যবহত মোবাইল দিয়ে ফোন করে এতিম কিশোরীকে ঘরের বাহিরে নিয়ে আসে এবং বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষকের বাড়ির সামনে ধান ক্ষেতে নিয়ে ধর্ষন করে। এতিম কিশোরী ধর্ষনের বিষয়টি নাজুর পিতা ও মাথা কে জানালে তারা ক্ষিপ্ত হয়ে এতিম কিশোরকে মারফিট করে ধর্ষকের বাড়ী সামনের ধান ক্ষেতে ফেলে রাখে।
রবিবার মধ্য রাত থেকে এতিম কিশোরী অজ্ঞান অবস্থায় সারাদিন ধান ক্ষেতে পড়ে থাকার পর সোমবার সকালে গ্রামবাসী পুলিশ কে বিষয়টি জানালে তাহিরপুর থানার এস আই সাইফুর রহমান ও এস আই আমির হোসেন বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটনাস্থলে এসে এতিম কিশোরীকে ধান ক্ষেত থেকে কাদা মাখা অবস্থায় উদ্ধার করে ভিকটিমের মা কাছে রেখে যান। পরে গ্রামবাসী এতিম কিশোরীর মুমুর্ষ অবস্থা দেখে স্থানীয় বাজার ও গ্রাম থেকে সাহায্য তোলে মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করলে তার উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেপার করেন। ঘটনার পর থেকেই ধর্ষকের প্রভাবশালী পরিবার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য থানা পুলিশের সঙ্গে কয়েক দফা রফা দফা করে ব্যার্থ হন এবং এতিম কিশোরীর দরিদ্র মা কে মামলা না করার জন্য হুমকি দেয় ধর্ষকের লোকজন।
ভিকটিমের মা বলেন, ধর্ষক নাজুর বিরোদ্ধে থানা পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও অবশেষে মামলা নিয়েছে। তিনি প্রশাসনের কাছে ধর্ষকের উপযুক্ত বিচার ছেয়েছেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, ভিকটিমের মা ধর্ষক নাজুর বিরোদ্ধে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে নাজুকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd