সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ ল্যাপটপ বিতরণ করা হয়। দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুণ রশিদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা শিক্ষক সালেহা পারভীন ও রুহুল আমীনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,চাঁদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক ফরিদ আহমদ জামাল, গীতা পাঠ করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণেশ চক্রবর্তী। এছাড়াও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষকদের হাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত ল্যাপটপ তুলে দেন।এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জগনাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান,এ উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এ পর্যন্ত ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd