সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ৪ চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই গরু ও চুরিতে ব্যবহৃত অটোরিকশা সিএনজি (সাজিদুল রাকিবুল পরিবহণ সিলেট থ ১৩-০১৭৪) আটক করা হয়।
আটকৃতরা হলো- দক্ষিণ সুরমা উপজেলার কানুয়া গ্রামের আরব আলীর ছেলে শাব্বির আহমদ (২৮), তেতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সুহেব মিয়া (২০), একই গ্রামের আনা মিয়া ছেলে অটোরিকশা চালক রুমন মিয়া (১৯) ও মোগলবাজার থানার ডংগশ্রী গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে জাবেদ আহমদ (২০)।
জানা গেছে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের লিলু মিয়া একটি গরু শুক্রবার সকালে গ্রামের পার্শ্ববর্তি লাইসিয়াম একাডেমীর সম্মুখের একটি জমিতে ঘাস খাওয়ার জন্য রেখে যান। সকাল ১১টায় ওই গরুটি সিএনজি অটোরিকশা গাড়িতে করে আটককৃতরা নিয়ে যেতে চাইলে তা দেখতে পায় কয়েকজন শিশু।
এসময় স্থানীয় বন্ধুয়া চৌরাস্তা মোড়ে স্থানীয় জনতা হাতেনাতে গরু ও গাড়ি’সহ ৪ চোরকে আটক করেন। এরপর জনতা আটকতৃদেরকে উত্তমমধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করলে থানার এসআই নবী হোসেন চোরাইকৃত গরু ও চুরিতে ব্যবহৃত অটোরিকশ’সহ আটককৃতদের থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd