সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিয়ার ছেলে নূর আলী (৪০)।
বাহুবল মডেল থানার এসআই রাজকুমার জানান, শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নেয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন ওই দুজন। পথিমধ্যে দৌলতপুর দয়াল ব্রিকসের কাছে অটোরিকশাটি পৌঁছালে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে এ ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে বলে জানান এসআই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd