সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বরইকান্দি ৩ নম্বর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুল আহমদ ও মাসুক মিয়া।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, সোমবার অটোরিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। সেই জের ধরে মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও তিনজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগ নেতা গৌছ মিয়ার সমর্থিত এক ব্যক্তির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকের কথা কাটাকাটা হয়। এর জের ধরে বরইকান্দি ১০ নম্বর সড়কে দোকানপাট ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটে। আজ সকালে আবারও সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) ফয়সল মাহমুদ ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd