সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: উন্নত চিকিৎসার জন্য মাথায় ছুরিকাহত বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে কিছুক্ষণের মধ্যেই ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সিলেট সফররত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ , বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দীন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ সিলেট আওয়ামী লীগের নেতাকর্মী জাফর ইকবালকে দেখতে ও তার খোজ খবর নিতে মেডিকেলে অবস্থান করেন। এসময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে যোগাযোগ করেন। প্রধানমন্ত্রী জাফর ইকবাল স্যারের চিকিৎসার খোজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার নির্দেশ দেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ এবং পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুল হক।
শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে ওই অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।
হাসপাতালে উপস্থিত শাবিপ্রবি’র শিক্ষক ও সাংবাদিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রাশেদুন্নবীর অধীনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক।
এ ঘটনায় হামলাকারী যুবককে সঙ্গে সঙ্গে আটক করে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd