সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
মামলার ভয়ে জৈন্তাপুরের কয়েকটি গ্রাম রয়েছে পুরুষশুন্য
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুরে দুই পক্ষের মধ্যে টানা ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষ এবং সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু ও এর জের ধরে প্রায় অর্ধশতাধিক ঘর-বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে একটি সুত্রে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে বক্তব্যের বিতর্কের জের ধরে রাত ১১টার দিকে সুন্নীবিরোধি ওয়াহাবী মতাদর্শের লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ বৃহৎ আকার ধারণ। দু’পক্ষের হাজারো লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে হরিপুর মাদ্রাসার ছাত্র মোজাম্মেল হোসেন নিহত হন। আহত হন প্রায় অর্ধশতাধিক। রাত আড়াইটা পর্যন্ত চলা সংঘর্ষের এক পর্যায়ে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমানের বাড়িসহ আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠালবাড়ি নামক তিনটি গ্রামের প্রায় ৪৫টি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।এসব ঘটনায় আরও প্রায় ১০/১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।
জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির সিলেটভিউকে জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের সম্পুর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কোন মামলা দায়ের হয়নি। তবে দোষীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তাপুরের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছেন জামেয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদ্রাসা কতৃপক্ষ। সংবাদ সম্মেলনে ঘটনার মামলার প্রস্তুতির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তারা বলেন- ওয়াজ মাহফিলে ৮-১০ হাজার মানুষ ছিল। সেখানে হামলাকারীদের শনাক্ত করা কষ্ট হচ্ছে। প্রকৃতপক্ষে যে বা যারা হামলা চালিয়েছে তাদের শনাক্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। জড়িতদের শনাক্ত করে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
এদিকে, মামলার ভয়ে জৈন্তাপুরের কয়েকটি গ্রাম রয়েছে পুরুষশুন্য। আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠালবাড়ি নামক তিনটি গ্রামসহ আশেপাশের অনেকগুলো গ্রামে বিরাজ করছে চাপা আতঙ্ক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd