সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : পরিবারের অভাবের তাড়না সইতে না পেরে সুনামগঞ্জের তাহিরপুরে ১৬ বছরের এক কিশোরী আত্বহত্যা করলেন। ’ নিহতের নাম , তানজিনা বেগম। সে উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী মাইজহাঁটির চাঁনফর মিয়ার মেয়ে। পুলিশ সোমবার সকালে তানজিনার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, উপজেলার বালিজুরীর মাইজ হাঁটির বয়োবৃদ্ধ চাঁনফর আলীর কিশোরী কন্যা তানজিনা পরিবারের অভাব অনটনে দ্বীর্ঘ দিন থেকেই হতাশায় ভুগছিলেন। এ পর্যায়ে রবিবার রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে বাড়ির পার্শ্ববর্তী আমগাছের ঢালে গলায় রশি ঝুঁলিয়ে আত্বহত্যা করে তানজিনা।’ সোমবার সকালে পরিবারের লোকজন তানজিনার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ বেলা ১০ টার দিকে তার লাশ উদ্ধার করে জেলা সদর মর্গে প্রেরণ করেন।’
নিহতের পিতা বয়োবৃদ্ধ চাঁনফল আলী সোমবার দুপুরে জানান, তানজিনা এক সময় স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করতো কিন্তু বিগত মৌসুমে বোরো ফসল ডুবির পর বৃদ্ধ বয়সে আমার কর্মহীনতার মুখে পরিবারে অভাব দেখা দিলে তার লেখাপড়া বন্ধ হয়ে পড়ে, আমার ১০ জনের সংসারে প্রতিনিয়ত অভাব-অনটন লেগেই থাকত, ঠিকমত পরিবারের সদস্যদের ভরস পোষণের যোগান দিতে পারছিলাম না। দু’ছেলে বিয়ের পর কয়েক বছর পুর্বেই পৃথক হয়ে যায় আর ৮ জনের সংসার সামাল দিত আমার ৪র্থ কন্যা তানজিনা কিন্তু অভাবের তাড়নায় হতাশাগ্রস্থ হয়ে মেয়ে আমার আত্বহত্যা করেছে।’
তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন বললেন, পরিবারের অভাব-অনটনের কারনে কিশোরী তানজিনা আত্বহত্যা করেছে বলেই তদন্তে জানতে পেরেছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd