বড়লেখায় ছাত্রদলের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন ও বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে।

ছাত্রদলের দলীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার ৬ ইউনিয়নে ছাত্রদলের নব-গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল বের করে উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন গ্রুপ। মিছিলটি পৌর শহরের ডাকবাংলো এলাকায় পৌঁছা মাত্র তাদের পেছন দিক থেকে ধাওয়া দেয় বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম গ্রুপের কর্মীরা। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা হয়। পরে সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন গ্রুপের কর্মীরা আবারও মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে পথসভা করে।

পথসভায় উপস্থিত ছিলেন-পৌর ছাত্রদলের সাবেক সমন্বয়ক আবুল হোসেন, সাবেক সিনিয়র নেতা জাহিদুল ইসলাম মতিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, নুরুল ইসলাম সুজন, আসুক আহমদ, আমানুর রহমান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিল হোসেন, যুগ্ম আহবায়ক সিপার আহমদ, শরিফ উদ্দিন ইমন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক জাফর আহমদ, রাসেল আহমদ, নব-গঠিত বড়লেখা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল আহমদ, বর্নি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জবলু হোসেন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন রেদওয়ান, দাসেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবের আহমদ ফাহিম, নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছায়নুল ইসলাম, সাধারণ সম্পাদক এবাদুর রহমান বাপ্পি, উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক-মাহফুর রহমান সায়েম, দক্ষিনভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আবির, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম নয়ন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জাহিদুল ইসলাম মতিন বলেন, ‘উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের নির্দেশে কয়েকজন সন্ত্রাসী মিছিলে আক্রমণ করে। পরে আমার গ্রুপের কর্মীরা ধাওয়া দিয়ে তাদের প্রতিহত করে।

এদিকে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছি। কিভাবে মিছিলে থাকবো। মিছিলের বিষয়টিই তো জানি না। এসব সাজানো নাটক। আপনার (সাংবাদিকরা) খোঁজ নিয়ে দেখবেন শহরে এরকম কোন ঘটনা ঘটেছে কি না। সব ঘটনা প্রতিপক্ষ গ্রুপের সাজানো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..