‘মুন্নী হত্যা মামলার অভিযোগপত্র ১৫ দিনের মধ্যে দেওয়া হবে’

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

ক্রাইম ডেস্ক :: সুনামগঞ্জের দিরাইয়ে হুমায়রা আাক্তার মুন্নী হত্যা মামলার অভিযোগপত্র ১৫ কার্যদিবসের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
তিনি বলেন, ‘মুন্নী হত্যা মামলার জেন দ্রুত বিচার আইনে হয় সে বিষয়ে পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করবে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।’
শনিবার বিকালে দিরাই উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের এক মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন, ‘বখাটেদের নির্মূল করতে সুনামগঞ্জ পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। বখাটেদের তৎপরতাকে আড়াল না করে পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর রাতে সুনামগঞ্জের দিরাই পৌরসভার মাদানী মহল্লা এলাকায় ইয়াহিয়া নামে এক তরুণের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী মুন্নী গুরুতর আহত হয়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জানা গেছে, মুন্নীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত ইয়াহিয়া। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি হওয়ার পরও ইয়াহিয়া মুন্নীর পিছু ছাড়েনি। শেষ পর্যন্ত তার ছুরিকাঘাতে প্রাণ যায় মুন্নীর।
এ ঘটনায় পরদিন (১৭ ডিসেম্বর) বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন নিহত মুন্নীর মা। এতে ইয়াহিয়া ও তানভীর এবং অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হয়। আসামি তানভীরকে ওই দিনই দিরাই থেকে গ্রেফতার করে পুলিশ। এর তিন দিন পর বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেটের জালালাবাদ এলাকার মাসুক বাজার থেকে ইয়াহিয়াকে গ্রেফতার করে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..