সিলেট ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
Sharing is caring!
জুড়ী,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জুড়ী উপজেলার গোবিন্দপুর গ্রামের এক প্রবাসীর বসতবাড়িতে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি (আজ) বুধবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঘটেছে।
জানা যায়, সদর জায়ফরনগর ইউপির গোবিন্দপুর গ্রামের মানুষিক ভারসাম্যহীন ও হার্টের রোগী আমেরিকা প্রবাসী হাজী আব্দুর রহমান কুটি মিয়ার বসত ঘরে অসচেতনতা মূলক ভাবে অগ্নিকান্ডের ঘঠনায় মুহুর্তের মধ্যে সমগ্র বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে।
তাৎক্ষনিক মুহুর্তে এলাকার শত শত স্হানীয় লোকজন আগুন নেভাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে ব্যর্থ হলে জুড়ী অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা জায়েদ আনোয়ার চৌধুরী বিষয়টি তাৎক্ষনিক ভাবে কুলাউড়া ফায়ার সার্ভিসকে অবগত করলে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘঠনাস্হলে উপস্হিত হয়।
খবর পেয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘঠনাস্হলে উপস্হিত হয়ে ফায়ার সার্ভিসের সাথে যৌথ অভিযানে পুরোপুরি আগুন নিভাতে সক্ষম হয়।
ঘঠনার ৫০ মিনিটের মধ্যে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, বাড়ীর মালিক হাজী আব্দুর রহমান কুটি মিয়া হটাৎ অসচেতনতা মূলক ভাবে আগুনের সূত্রপাত ঘঠান। তবে কোন মানুষের ক্ষয়ক্ষতির ঘঠনা না ঘঠলেও আর্থিক ভাবে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
………………………..
Design and developed by best-bd