সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলা নির্মাণের লক্ষে পরির্দশন করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। সোমবার সকাল ১১ টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের মাসিক সভা শেষে তিনি ভবনের দ্বিতীয় তলার কার্যক্রম পরিদর্শন করেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, সহসভাপতি হারুন অর রশীদ, যুগ-সম্পাদক মো. আলী হোসেন, করিম মো. লিমন, সদস্য ইলিয়াছ আকরাম।
এসময় ছবদর-সরুফা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী হাফিজ মাসুম আহমদ গোয়াইনঘাট প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলা নির্মাণে ৫৫ হাজার টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন। পরে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলা পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd