দু’দল জেলের সংঘর্ষে সুনামগঞ্জে পুলিশ সহ আহত ৬০

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরে মাছ ধরার বাঁধ দেয়াকে কেন্দ্র করে দু’দল জেলের শুক্রবার দু’দফা সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষ্যে ৬০ জন আহত হয়েছে।’ উভয় পক্ষের গুরুতর আহত ২৫ জনকে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল, জামালগঞ্জ ও বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সদর সংলগ্ন বীরনগর গ্রামের পুর্বে পার্শ্বে থাকা শনির হাওরে মাছ ধরার জন্য বাঁধ দেয়াকে কেন্দ্র করে বীরনগর গ্রামের ইউপি সদস্য বাবুল মিয়া ও একই গ্রামের মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন গ্রামের জেলেরা দু’দলে বিভক্ত হয়ে শুক্রবার দুপুরে দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।’ প্রায় দু থেকে আড়াইঘন্টা ব্যাপী সংঘর্ষে মোহাম্মদ আলী গ্রুপের আবদুস ছালাম, রসিক, রনি, ফরহাদ, মাহমদ আলী, এমদাদ, বায়েজিদ, খাইরুল, মহিবুর, মুছাব্বির, শাহিন, আজহারুল. তাহের, শামিম, তাসলিমা বেগম, তাজমিন বেগম গুরুতর আহত হন। অপরদিকে ইউপি সদস্য বাবুল মিয়ার গ্রুপের ছালিক মিয়া, হাবিবুর রহমান, কালন মিযা, বদিউজ্জামান, অরিক, সাজিদ, নুর হোসেন, জালা, আপতু, হাবিবুর মাসুক, মাজেদা বেগম, রেহেন বেগম, চমক তারা, নাছিমা বেগম, জাহানারা বেগম গুরুতর আহত হন। এদিকে সংঘর্ষের পর পুলিশের গ্রেফতার এড়াতে উভয় দলের গুরুতর আহত নারী সহ কমপক্ষে ২৫ জেলেকে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল, জামালগঞ্জ ও বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন


আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..