সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে র্যাব অভিযান চালিয়ে ১ লাখ ভারতীয় জাল রুপি সহ এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতর নাম, মোশারফ হোসেন (৩২)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও মাইজহাঁটির মোড়ের মৃত নঈম উদ্দিনের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় রুপিসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে সুনামগঞ্জ র্যাব- ৯।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর সীমান্তের চারাগাঁও মাইজহাঁটি মোড়ে নজরুল ইসলাম নামের এক ব্যাক্তির হোটেলের ভেতর বসে হুন্ডি ব্যবসায়ী মোশারফ হোসেন চোরাকারবারীদের নিকট ভারতীয় জাল নোট সরবরাহের জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাবের টহল দল দোকানঘরে প্রবেশ করে মোশারফ হোসেনের হেফাজত থেকে ২’শটি ৫০০ রুপি নোটের ১ লাখ রুপী ভারতীয় জাল নোট সহ তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ র্যাব-৯, সিপিসি -৩ কোম্পানীর অধিনায়ন লে. কমান্ডার ফয়সাল আহমদ হুন্ডি কব্যবসায়ী মোশারফ হোসেন কে ভারতীয় রুপিসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd