সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট ওসমানীনগর উপজেলার মুতিয়ারগাও গ্রামে জমি নিয়ে দুপক্ষ সংর্ঘষে ঘটানা ঘটেছে। গত বরিবার সকাল ১০টা মুতিয়ারগাও গ্রামে মুত্য আব্দুল করিম‘র ছেলে সামসুল হক এইক গ্রামে উস্তার আলী গংদের মাঝে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু‘পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ৮জন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলার মুতিয়ারগাও গ্রামে সামসুল হকের ক্রয় কৃত ভূমিতে বাড়ী তৈরী করতে সময় উস্তার আলী নেতৃত্বে ১০/১২জন লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আহমলা আহত হলেন যারা সামসুল হক(৪৩), ফয়জুল নুর (৪০), উজ্জল আহমদ(১৮), মিজান (২০), সাবলু মিয়া (২১) উস্তার আলী (৪৫) মোনসুর (৩০) বেগম (৩৭) । আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সামসুল হকের আঙ্ককাজনক ।
এব্যাপারে ওসমাননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লা জানান, মুতিয়ারগাও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd