তুমি কি দিবে আমার সঙ্গ : সাজেদা আক্তার রানী

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩

তুমি কি দিবে আমার সঙ্গ : সাজেদা আক্তার রানী

Manual3 Ad Code

তুমি কি দিবে আমার সঙ্গ

—সাজেদা আক্তার রানী

Manual7 Ad Code

ছোট্ট এই জীবনে হচ্ছে নারে
তোমায় বন্ধু ভুলে থাকা,
তুমি ছাড়া মনের মাঝে
হচ্ছে না কারো ছবি আঁকা।

Manual4 Ad Code

মনের মাঝে কষ্ট গুলো
মেঘের মতো ভাসে,
তোমার জন্য মন যে কাঁদে
চায় যে শুধু পাশে।

না পাওয়ার বেদনা গুলো
আমার বুকেতেই থাক,
তুমি বন্ধু সুখে থাকো-ভাল থাকো
আমি নিবোনা সুখের ভাগ।

এমন কি কোন শত্রুতা ছিল?
যে তার প্রতিশোধ নিলে।
স্মৃতি নামের যন্ত্রণা গুলো
আমায় উপহার দিলে,

দুঃখের সাগরে ভাসালে আমায়
জীবনটা করলে বরবাদ,
তোমায়কে খুব বেশি ভালোবাসা
ছিল আমার অপরাধ।

Manual6 Ad Code

প্রতি নিশি জেগে কাটাই
শান্তি ও নিন্দ্রা করি ভঙ্গ,
আঁকাশ তলে বসে ভাবি
তুমি কি দিবে আমার সঙ্গ।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..