সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে র্যাব ভারতীয় পিস্তল সহ এক অস্ত্র ব্যবসায়ীকে বৃহস্পতিবার সন্ধায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর নাম সুজন মিয়া(৩০)।’ সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের গুটিলা গ্রামের আলা উদ্দিনের ছেলে। ’
জানা গেছে, র্যাব -৯ সিপিসি ৩ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সাল আহমদের নেতৃত্বে র্যাবের একটি টহল দল সীমান্তবর্তী বারেকটিলায় অস্ত্রের ক্রেতা সেজে বৃহস্পতিবার সন্ধা সোয়া ৭টার দিকে কৌশলে সুজনকে ভারতীয় একটি পিস্তল সহ গ্রেফতার করে।’
লে.কমান্ডার ফয়সল আহমেদ জানান, গ্রেফতারকৃত সুজন বিগত কয়েক বছর ধরে মোটরসাইকেল চালক বেশে চাঁনপুরের বারেকটিলাকে সীমান্ত চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করে জাদুকাঁটার নৌ ও বিভিন্ন সড়ক পথে ভারতীয় গবাধিপশু, মাদক , বিড়ির ও অস্ত্রের ব্যবসা করে আসছিলো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd