সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
সিলেট :: সিলেটের জাকিগঞ্জ পৌর এলাকার কৈছরী গ্রামের আব্দুল মানিকের মেয়ে শাহানারা আক্তার সায়না(২৪) ও তাহার চাঁর বৎসরের শিশু কন্যা সানজিদা আক্তার নিখোঁজ। গত রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকার সময় ঢাকা খিলগাও (গোড়ান) এলাকা থেকে নিখোঁজ হয়েছে। এক দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মিলেনি শিশু কন্যাসহ ওই গৃহবধুর।
জানা যায়, শাহানারা বেগমের স্বামী মাসুদুর রহমান সুমন তিনি ঢাকা সবুজভাগ থানার পূর্ব সাদার টেক এলাকায় ব্যবসার সুবাদে ৫৩/১ বাসায় ভাড়াটিয়া হিসাবে থাকেন।
গত রোববার খিলগাও থানাধীন (গোড়ান) বনশ্রী এলাকায় একটি মেলায় ওই শিশু কন্যকে নিয়ে যান, এরপর থেকে তার কোন সন্ধান মিলেনি। তাই স্বামী সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে না পাওয়ায় ঢাকা সবুজভাগ থানায় (১৬ সেপ্টেম্বর) একটি সাধার ডায়েরী করেন। যার নং ৭১৯।
নিখোঁজের বিবরণ, পরনে কালো বুরকা,মাথায় খয়ারী রঙ্গের র্স্কাফ,গায়ের রঙ্গ উজ্জল শ্যামলা,উচ্চঁতা ৫ ফুট ৪ ইঞ্চি ও শিশুর গায়ের রঙ্গ ফর্সা,পরনে হলুদ, জামা,উচ্চতা ২ ফুট।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাদের সন্ধান পেয়ে থাকেন তাহলে ঢাকা সবুজভাগ থানা অথবা তাহার মামা সাংবাদিক এনামুল হাসানের সাথে ০১৭৮৩ ৪০১৯৮৪ যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd