সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে এক ভুয়া ডাক্তার কে ১০হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা প্রাপ্ত্য ভুয়া ডাক্তার বাদাঘাট বাজারের মা মেডিকেল হল মালিক মিলাদুর রহমান। ভ্রামমান্য আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রিট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূনেন্দ্র দেব।
স্থানীয় সূত্রে জানাযায়,বৃহস্পতিবার (১৬আগষ্ট) বিকালে উপজেলা বানির্জ্যকি কেন্দ্র বাদাঘাট বাজারের অভিযোন পরিচালনা করেন। এসময় কলেজ রোডে অবস্থিত মা মেডিকেল হল মালিক মিলাদুর রহমান ওরফে (রহমান ডাক্তার) দোকানে গিয়ে দেখেন এলাকায় সংঘর্ষ পুলিশ কেস কয়েক জন মাথা ফাটা রোগীকে নিজে সেলাই করছে। পরে তার ডাক্তারের সাটির্ফিকেট আছে না জানতে চাইলে অপরাগতা প্রকাশ করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১০হাজার টাকা জরিমানা করেন এবং তার ডাক্তার লেখা (বিভিন্ন রোগে অভিজ্ঞ ডাক্তার উল্লেখিত) সাইন বোডটি বাদাঘাট ক্যাম্পে নিয়ে যায়। এছাড়াও বাদাঘাট বাজারের সব দোকান মালিক ও পল্লী চিকিৎসক সহ সবাই সর্তক করেন। এঘটনার সত্যাতা নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রিট ও তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা পূনেন্দ্র দেব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd