সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে প্রেমিক ওবায়দুল হককে (২০) পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তার সহযোগী হাবিবুর রহমান ও দেলোয়ার হোসেন পালিয়ে যায়। আটক ওবায়দুল হক উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বেদন মিয়ার ছেলে। তার সহযোগী হাবিবুর রহমান একই গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং অপর সহযোগী দেলোয়ার হোসেন একই ইউনিয়নের বরকত নগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জের সদর উপজেলার হাসাউড়া গ্রামের মৃত মনফর আলীর ছেলের সঙ্গে পার্শবর্তী দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের করিম মিয়ার মেয়ে শাহানা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিলো। এদিকে মেয়ের প্রেমিক ওবায়দুল হক তার উক্ত দুই বন্ধুসহ বরের বাড়িতে গিয়ে বিয়ে ভাঙার চেষ্টা চালায়। এসময় ধাওয়া খেয়ে দুই বন্ধু পালিয়ে গেলেও প্রেমিক ওবায়দুল হককে আটক করে দোয়ারাবাজার থানায় সোপর্দ করেন স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চলমান নিয়ম অনুয়ায়ী আটক ওবায়দুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd