সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট শহরতলীর দলদলী চা বাগান থেকে আখতার হোসেন (২৩) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৫ টায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় এসআই আকবর হোসাইন ভুইয়া পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক ব্যক্তি জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের (বর্তমানে জৈনপুর, শিববাড়ী) আব্দুল নূরের ছেলে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ২ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে আইন শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা (মামলা নং-৪৩, তাং- ২৮/০৩/২০১৯) দায়ের করা হয়েছে।
এ ব্যপারে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, দীর্ঘদিন যাবৎ সিলেটের বিভিন্ন এলাকায় সে ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাই পেশার সাথে জড়িত বলে স্বীকার করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd