সিলেট ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : নগরীর শিবগঞ্জে আসামী ধরতে গিয়ে ডাকাত সন্দেহে জনতার প্রতিরোধের মুখে পড়েছিল এসএমপির শাহপরাণ থানার পুলিশ। পরে ভোরের দিকে তারা আসামী নিয়ে ফিরতে সক্ষম হয়েছিলেন।
ধৃত আসামীর নাম মো. খসরুর রশীদ। তিনি মৌচাক এলাকার এমএ রশীদের পুত্র।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে সোমবার (ভোর) হঠাৎ খসরুর মৌচাকের বাসায় বন্দুক হাতে কয়েকজন লোক এসে গ্রীলে আঘাত করে তালা ভাঙার চেষ্টা করে।
বাড়ির পুরুষ ও মহিলারা এসময় আত্মীয়-স্বজন ও এলাকার সচেতন মানুষকে ফোনে বিষয়টি অবগত করেন।
তারা শাহপরাণ থানায় ফোন করলে ওসি আখতার জানান, তারা সাদা পোশাকের পুলিশ।
এসময় পরিচয় না দিয়ে গ্রীল টানাটানি বা তালা ভাঙার চেষ্টার কারণ জানতে চাইলে পুলিশের সাথে এলকাবাসী ও বাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়।
পরে পুলিশ খসরুর রশীদের বিরুদ্ধে গ্রেফতারের ওয়ারেন্ট দেখালে তার অভিভাবকরা তাকে পুলিশের হাতে তুলে দেন।
শহাপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন খসরুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও ডাকাত সন্দেহে প্রতিরোধের মুখে পড়ার বিষয়টি অস্বীকার করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd