সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদের সহধর্মিণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. নাসরিন আহমদের রোগ মুক্তি কামনায় জাফলংয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জাফলং ইউনিয়ন পরিষদ হল রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করে পূর্ব জাফলং আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ।
এতে উপস্থিত ছিলেন- পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সিনিয়র সহ সভাপতি সামসুল আলম, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলী, ইসমাইল হোসেন সুরুজ, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সরোয়ারদী হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, তামাবিল স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি হিফজুর রহমান খাঁন, ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, আবুল হাসনাত প্রমুখ।
উল্লেখ্য, ড. নাসরিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd