সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক :: বাগেরহাটের শরণখোলায় মোবাইল ফোনে পরকীয়ার জের ধরে স্বামীকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে এক নববধূ । ঘটনাটি ঘটেছে ২২ মার্চ (শুক্রবার) গভীর রাতে উপজেলার দক্ষিণ বাধাল গ্রামের বাসিন্দা নজির আহম্মেদ মৃধার বাড়িতে। ঘটনার পর ২৩ মার্চ (শনিবার) ভোরে আহত রুমন মৃধা (২৮) কে গুরতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন ভোরে শরণখোলা থানা পুলিশ অভিযুক্ত নববধূ কুমকুমি আকতার শিমু (২৫) কে আটক করেছে।
পুলিশ ও আহতের পরিবার সূত্র জানায়, দক্ষিণ বাধাল গ্রামের বাসিন্দা নজির আহম্মেদ মৃধার ছেলে রুমন মৃধার সাথে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটা গ্রামের বাসিন্দা মৃত, হারুন শেখের মেয়ে কুমকুমি আকতার শিমুর সাথে গত আট মাস পূর্বে ভালবেসে বিবাহ হয়। বিয়ের কয়েক মাস পর মোবাইল ফোনে এক মেয়ের সাথে গভীর পরকীয়ায় মেতে ওঠে রুমন। বিষয়টি শিমুর নজরে আসলে বহুবার তার স্বামীকে বাঁধা দেন। এক পর্যায় এ নিয়ে উভয়য়ের মধ্যে অনেকদিন ঝগড়াঝাটি ও মারপিটের ঘটনাও ঘটে। শুক্রবার রাতে রুমন গোপনে মোবাইলে কথা বলতে গিয়ে তার স্ত্রী শিমুর হাতেনাতে ধরা পড়ে।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় শিমুকে বেধাড়ক মারপিট করে রুমন। পরবর্তীতে তারা ঘুমিয়ে পড়লে রাত অনুমান ২.৪৫ মিনিটের দিকে ধারালো (দা) দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত স্বামীর গলায় আঘাত করেন শিমু। এতে রুমনের গলার শ্বাস নালীতে আঘাত লেগে অনেকটা কেটে যায় এবং ব্যাপক রক্ষক্ষরণ শুরু হয়। ওই সময় তার ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে শিমু পালিয়ে যায়। পরে রুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং স্থানীয়দের সহয়তায় শিমুকে উপজেলার পল্লীমঙ্গল এলাকা থেকে আটক করে শরণখোলা থানা পুলিশ ।
শিমু সাংবাদিকদের বলেন, পিত্রালয়ের সাথে সকল সম্পর্ক ত্যাগ করে যাকে ভালবেসে ছিলেন, সেই মানুষটির খারাপ চরিত্র ও নির্যাতন সহ্য করতে না পারায় তিনি এমন ঘটনা ঘটাতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে শরণখোলা থানার (ওসি) দিলিপ কুমার সরকার জানান, ওই গৃহবধূকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd