সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেছেন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক ও আরো তরান্বিত করতে জনগনের সহযোগিতা একান্তই প্রয়োজন।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যেমে থানা পুলিশের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের কথা শুনা এবং যে কোন সমস্যায় বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি এসেছেন। কোন কারনে যদি তার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে যে কোন সময় তিনি সহযোগিতা করবেন। এবং তার কাজে সবাইকে সহযোগিতা করার অনুরোধও জানান।
বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন।
থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল’র সভাপতিত্বে ও এসআই সুদীপ বড়ুয়া’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, আওয়ামী লীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা, প্রেসক্লাব’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুবলীগ নেতা তাজ উদ্দিন প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd